
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন অন্যতম পুণ্যতিথি শুভ মধু পূর্ণিমা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার আশ্রম পাড়া বৌদ্ধ বিহার ও বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুণ্যার্থীরা বিহারে গিয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে মধু,মধু মিশ্রিত পায়েশ,নানা রকম ফলমূল ও খাদ্য সামগ্রী দান করেন। পরে বিকেলে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দিবসটির পূর্ণতা ঘটে।
মধু পূর্ণিমা উপলক্ষে বিহারাধ্যক্ষদের নেতৃত্বে সকাল থেকে শুরু হয় ধর্মীয় দেশনা। এতে অংশ নেন বিপুল সংখ্যক দায়ক-দায়িকারা। তারা বিহারে প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় প্রার্থনা ও সমবেত চন্তনে অংশগ্রহণ করেন। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, মঙ্গল এবং সকল প্রাণীর কল্যাণ কামনা করা হয়।
মধু পূর্ণিমার পেছনের গল্প”ধর্মগ্রন্থ মতে, গৌতম বুদ্ধ যখন বনবাসে বর্ষাবাস পালন করছিলেন,তখন এক হাতি প্রতিদিন তাঁকে ফল ও ফুল দিয়ে সেবা করত। একদিন তা দেখে বনের এক বানরের অন্তরে ভগবানের প্রতি ভক্তি জাগে। সে বন থেকে মৌচাক ভেঙে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করে। এই মহৎ কর্মের স্মরণে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনে দান, প্রার্থনা ও পুণ্যকর্মের মাধ্যমে আত্মশুদ্ধির চর্চা করেন।