
চনুমং মারমা।।স্টাফ রিপোর্টার।।
বান্দরবানের রুমায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর পরিবেশ বিষয়ক দুটি প্রকল্পের আওতায় বৃক্ষরোপন প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (সোমবার) সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়ায় পরিবেশ সহায়ক বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপন প্রচারণা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ইউএনডিপির করলিয়া এবং বায়োডাইভারসিটি প্রকল্প পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত চলমান দুটি প্রকল্প।
বৃক্ষরোপন প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল, চায়রাগ্র, ক্যলুংক্ষ্যং, বাসাত্লাং পাড়ার অধিবাসীরা, এছাড়া পাড়া সমূহের কারবারি, হেডম্যানরাও উপস্থিত ছিলেন।
করলিয়া প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জেমস বম এবং বায়োডাইভারসিটি প্রকল্পের সমন্বয়কারী জেসমিন বম বৃক্ষরোপন পরিচালতি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।