
স্টাফ রিপোর্টার;
বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প পলি মৌজার বিডি ৫০৭-এর উদ্যোগে বাৎসরিক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ডিসেম্বর) সকালে আগাপে অফিসের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপকারভোগী অসহায় ও সুবিধাবঞ্চিত ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বান্দরবান জেলার আগাপে নির্বাহী পরিচালক ইলিশাই ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ রুমা থানার মানস বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের মেম্বার জনমনি ত্রিপুরা, এলসিসি সদস্য বরেন ত্রিপুরা ও এল সি সি সদস্য থাংকু খুমিসহ আরো অনেকে প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “শিক্ষার উন্নয়নের দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও আমরা রুমা এলাকার উপকারভোগী সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় শীতবস্ত্র, মশারী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিডি ৫০৭-এর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিডি ৫০৭-এর অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকেই পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
