রুমায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা 

0
34

উপজেলা প্রতিনিধি।।রুমা।।

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক মতবিনিময় ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ জুলাই (শুক্রবার) সকালে রুমা সদরস্থ মায়ের কুঞ্জ হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন রুমা উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম বম, বান্দরবান জেলা ছাত্রদলের সহ-সভাপতি মংতিংওয়াং মারমা, রুমা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, ছাত্রদলের আহ্বায়ক সিংমংহ্লা মারমা (উমং), কৃষক দলের আহ্বায়ক উক্যমং মারমা, যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা এবং কৃষক দলের সদস্য সচিব ক্যনুচিং মারমাসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং আগাম দিনের আন্দোলন-সংগ্রামে কার্যকর অংশগ্রহণের উপায় নিয়ে আলোচনা করেন। তারা দলের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভাটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here