
স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলার যুবদলের সদস্য বাসিংমং মারমা এর স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২মার্চ) বিকেলে ২নং সদর ইউনিয়নের রুমা সাঙ্গু বালুচর মাঠে আশ্রম পাড়ারবাসী যুব সমাজের আয়োজনে সর্বমোট ২০টি ফুটবল দল অংশ নেন।
ফাইনাল খেলায় দুরন্ত একাডেমি দল ১-০ গোলে রিভার প্লেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রুমা উপজেলা শাখা সহ সাংগঠনিক সম্পাদক লিটন চক্রবর্তী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসাইমং মারমা, দিপক ত্রিপুরা, রুমাবার্তার নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমা, ছাত্রদলের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা ও খেলায় ভাষ্যকার হিসেবে উপস্থিত ঞোহ্লামং মারমাসহ আরো অনেকে প্রমূখ।
এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।