রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeউন্নয়নরুমায় বম সম্প্রদায়ের ৬৮ পরিবারকে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

রুমায় বম সম্প্রদায়ের ৬৮ পরিবারকে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

ডেক্স রিপোর্ট:

বান্দরবানের রুমা উপজেলায় বম সম্প্রদায়ের দুস্থ ও অসহায় ৬৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোন।

২৮ নভেম্বর রোজ শুক্রবার সকাল-১০ ঘটিকায় রুমা জোনের উদ্যোগে আলোচনা সভা ও আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার,পিএসসি। তাঁর উপস্থিতিতে উপকারভোগী পরিবারের হাতে চাল-৫০ কেজি,মসুর ডাল-৫ কেজি,সয়াবিন তৈল-৫ লিটার,পিয়াজ-৫ কেজি,আলু-৫ কেজি,লবন-৫ কেজি,এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন কাজী মোহাম্মুদ আরাফ হাসান উদয়,জেলা পরিষদের সদস্য জারলম বম,রেমাইক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম,লাললিয়ান সন সাইলুকসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ এবং শতাধিক উপকারভোগী।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ এ উদ্যোগের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন,এ ধরনের মানবিক কার্যক্রম পাহাড়ের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়ে জোন কমান্ডার মোঃ মেহেদী সরকার পিএসসি বলেন,পাহাড়ি জনপদের মানুষের নিরাপত্তা,উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে তাদের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: