সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
HomeUncategorizedরুমায় বন্দুকযুদ্ধে কেএনএ ৩সদস্য নিহত; অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

রুমায় বন্দুকযুদ্ধে কেএনএ ৩সদস্য নিহত; অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

।।মংহাইথুই মারমা, ষ্টাফ রিপোর্টার।। 

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন’র (কেএনএ) ৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননোয়াম পাড়ার দিকে ৬নং ওয়ার্ডে কুইত্ত্যা ঝিড়ি এলাকা গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখানো চলমান রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন।

২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, কেএনএফ-এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: