সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলারুমায় প্রীতি ম্যাচ ফুটবল টুণার্মেন্ট শুরু আজ

রুমায় প্রীতি ম্যাচ ফুটবল টুণার্মেন্ট শুরু আজ

স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।

বান্দরবানে রুমা উপজেলায় মাহা সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে প্রীতি ম্যাচ ফুটবল টুণার্মেন্ট শুরু হয়েছে আজ। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি অগ্রবংশ অনাথালয়ের পরিচালক ও রুমাবার্তা ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক উ.নাইদিয়া ভিক্ষু উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজনে অংচোওয়াং মারমা এর সংঞ্চলনায় সভাপতি উক্যসিং মারমা’র উপস্থিত থেকে খেলাকে সফল মন্ডিত করেন। এ সময় উপস্থিত ছিলেন কালবেলা পত্রিকার প্রতিনিধি শৈহ্লাচিং মারমা, বিশিষ্ট ঠিকাদার বিপ্লব মারমা, উপজেলা পরিষদে সিএ উসাইমং মারমা, এসআই মোফাজ্জল হোসেন ও গোয়েন্দা সংস্থাসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধনী খেলায় ইয়ং স্টার ক্লাব বনাম সানাক্র এ দল অংশগ্রহণ করেন। এ সময় ইয়ং স্টার ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে জিতেছে সানাক্র দল। এ প্রীতি ম্যাচ ফুটবল টুণার্মেন্টে মোট ২২টি অংশগ্রহণকারী দল।

আরো জানান, আগামী ২রা এপ্রিল বিকাল তিনটায় এফসি ফ্রাংকো দল বনাম ত্রিপুরা উদ্দোয়ন দল ও বিকাল ৫টায় রিজুক দল বনাম রুমা জুনিয়র দল।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: