অংবাচিং মার্মা।।রুমা।।
বান্দরবানের প্রথমবার ভিন্নভাবে কৃষি সামগ্রী বিতরণ করেছেন রুমা উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা’র সু-পরার্মশে এডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করেছেন ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য অংমেচিং মারমা’র সভাপতিত্বে ১৩টি গ্রামের বিধবা মহিলাদের মাঝে দা, কোদাল ও কাঁচি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল এগারোটা দিকে প্রধান অতিথি চেয়ারম্যান উহ্লাচিং মারমা উপস্থিত থেকেই ১শত ২০জন বিধবা মহিলাদের হাতে কৃষি সরঞ্জাম তুলে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.দিদারুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিডি) এর প্রতিনিধি সাব- ইঞ্জিনিয়ার শ্রী বিদ্যুত চরণ ধর, পাইন্দু ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য আবুয় বম ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ আরো অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১লক্ষ ৭০হাজার টাকার বরাদ্দের ১নং পাইন্দু ইউনিয়নে ১,২ ও ৩ নং ওয়ার্ডে বিধবা জুমচাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জুমচাষীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে বলেন, যেসব কৃষি উপকরণ যারা পেয়েছেন তারা সৎ যত্নে ব্যবহার করে কৃষিকে প্রাধাণ্য দিয়ে পরিবারকে স্বচ্ছলতা ফিরিয়ে আনা চেষ্টা করতে হবে। তা-হলে কিছুতা পরিবারের খাদ্য সংকট থেকে রেহায় পেতে পারে।
এ ভিন্ন কৃষি উপকরণ’র বিষয়ে প্রকল্পের সভাপতি অংমেচিং মার্মাকে সাংবাদিকেরা প্রশ্ন করা হলে তিনি বলেন, সবাই কৃষি উপকরণ গুলো একই জিনিস বিতরণ করে থাকে তাই আমি ভাবলাম এবারে একটু ভিন্নতা ভাবে বিতরণ করব তাই দা, কোদাল ও কাঁচি বিতরণ করেছি।