রুমায় প্রথমবারের মতো ম্রো সোশ্যাল কাউন্সিল সম্মেলন সম্পন্ন

0
114

বার্তা প্রধান।।

বাংলাদেশ ম্রো কাউন্সিল সম্মেলন,২৪ইং বান্দরবানের রুমা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বম কমিউনিটি সেন্টার উপজেলা হলরুমে রুমা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে আহবায়ক ছিলেন গালেঙ্গ্যা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মা। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ম্রো কাউন্সিল, বান্দরবান জেলা শাখার সভাপতি রাংলাই ম্রো।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক থানচি ইউনিয়নের চেয়ারম্যান খামলাই ম্রো, ৫নং টংগাবটি ইউনিয়নের চেয়ারম্যান মাংয়ং ম্রো, বিশিষ্ট ব্যবসায়ী রেংরাং ম্রো, মেম্বার ও বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদে সভাপতি অনাচন্দ্র ত্রিপুরাসহ হেডম্যান, কারবারি, ইউপি মেম্বারসহ ম্রো সম্প্রদায়ের বিভিন্ন স্থরে পুরুষরা।

পরে দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে নির্বাচনে ম্রো সম্প্রদায়ের ভোটে নির্বাচিত হলেন রুমার ম্রো সোস্যাল কাউন্সিলের নতুন সভাপতি হলেন গালেঙ্গ্যা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, সাধারন সম্পাদক রেইংনং ম্রো, সাংগঠনিক সম্পাদক সিংরাও ম্রো ও কোষাধ্যক্ষ সম্পাদক রিংয়ং ম্রো নামসহ আংশিক ৩১জন সদস্যদের কমিটি নাম ঘোষনা করা হয়।

কমিটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামনে মার্চ মাসে ৭তারিখের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here