
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলায় পর্যটকবাহী মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে বগালেক এলাকায় ঘটে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, কেওক্রাডং ভ্রমণ শেষে মোটরসাইকেল যোগে রুমার পথে ফিরছিলেন ৮ সদস্যের একটি পর্যটক দল। পথিমধ্যে বগালেকের কাছাকাছি একটি খাড়া পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় এক পর্যটকের মোটরসাইকেলের ব্রেক ফেল করে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে দুটি মোটরসাইকেলই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই জন পর্যটক গুরুতর আহত হন।
আহতরা হলেন, অপু মিয়া (২৬), পিতা: ইলিয়াস মিয়া, এডভোকেট মোমেন (৩২), পিতা: লাল মিয়া, গ্রাম: রুগুরামপুর, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থেকে যায়, বিশেষ করে ব্রেক সমস্যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পর্যটকদের আরও সচেতন হওয়া এবং নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।