
স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানের রুমায় ট্যুরিস্ট গাইডের বিভিন্ন সরঞ্জাম সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ অধ্যাপক থাংজামাই লুসায়।
২১ এপ্রিল রোজ সোমবার সকালে বাজারে মায়া কুঞ্জ হোটেল ২তলায় প্রায় ১০০ জন ট্যুরিস্ট গাইডের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছে ৷
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী, বাজার কমিটি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অগ্রবংশ অনাথ আশ্রমে নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান।