
চনু মং মারমা।।স্টাফ রিপোর্টার।।
বান্দরবানে রুমা উপজেলায় জেলা পরিষদ উদ্যোগের চারা ও গবাদি পশু পালন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় ৩শতটি পরিবার ১,৪০৯০টি ফলজ গাছের চারা, নারিদের অর্থ সামাজিক অবস্থানের জন্য ৬৯টি পরিবার কে গরু,ছাগল শুকর বিতরণ করা হয়।
আজ ১৫ (জুলাই) মঙ্গলবার সকালে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর প্রতিনিধি জেলা পরিষদ সদস্য লাল জারলম।
বিতরণকালে তিনি বলেন, প্রাকৃতিক ভরসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবতনে বিরুপ প্রভাব মোকাবেলায় চারা রোপন অত্যন্ত জরুরি। আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি রোপনকৃত ফলজ গাছ রক্ষা করা বিষয়ে ও সচেতন হতে হবে।
এই চারা ও গৃহপালিত পশুর কর্মসূচিতে তানিয়া কৃষক ও নারী স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতি ফলজ চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁরা বলেন বাগান ও পশু পালন পরিচার্য্য করবেন।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।