সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
Homeঅপরাধরুমায় জুরবারং বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

রুমায় জুরবারং বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

ডেক্স রিপোর্ট।।

বান্দরবানের রুমা উপজেলায় ১নং পাইন্দু ইউনিয়নের জুরবারং পাড়া প্রাথমিক বিদ্যালয়ের  ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর  এলজিইডি প্রকল্প অর্থায়নে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরে জুরবারং পাড়া সরকারি প্রাথমি  বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ১৬ লক্ষ টাকার চুক্তিতে যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ পাই যমুনা কনট্রাকশন  নামের দুটি নির্মাতা প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা গেল, সিডিউল অনুযায়ী প্রকল্পের কাজ হচ্ছে না। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। বাউন্ডারী ওয়ালের গ্রিল ডিজাইন অনুসারে হচ্ছে না। ঠিকাদার নিজের ইচ্ছা মতো কাজ করায় প্রকল্পটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা বলেন, একই ঠিকাদার পলিকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের নির্মাণ কাজেও অনিয়ম করেছে। এভাবে চোখের সামনে অনিয়ম মেনে নেওয়া যায় না।

জুরবারং  পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্লাচিংমং মারমা বলেন, কাজের সাইটে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসেন না। শ্রমিকদের একাধিকবার অনিয়ম করতে নিষেধ করা হয়েছে। তারপরও অনিয়ম করে যাচ্ছেন।  বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা অফিসে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মিস্ত্রি  বলেন,  সিডিউল অনুযায়ী কাজ তো হবে না। তারপরও কাজে কোথাও ত্রুটি হলে তা ঠিক করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে এলজিইডির রুমা  উপজেলা উপঃ সহকারীর   প্রকৌশলী শ্রীঃ বিদ্যুচরণ ধর কে একাধিক কল করলেও রেশিপ করেন নি।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: