মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedরুমায় খ্রিস্টান পল্লীতে সেনাবাহিনীর উপহার প্রদান

রুমায় খ্রিস্টান পল্লীতে সেনাবাহিনীর উপহার প্রদান

উবাসিং মারমা।।রুমা।।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বয়স্ক বৃদ্ধ পুরুষ-মহিলাদের কম্বল ও শিশুদের ৭৫জনের মাঝে উপহার প্রদান করেছে সেনাবাহিনী।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ৯৭ পদাতিক ব্রিগেড দায়িত্বপূর্ণ লাল ঙাক পাড়ায় বড়দিন উৎসব উপলক্ষে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

মেজর শাকিল নেওয়াজ ও ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম পক্ষে পাড়াবাসীর জন্য বৃদ্ধ পুরুষ-মহিলা ৩০জনের মাঝে কম্বল ও ৪৫জন শিশুদের খেলনা গাড়ি, বল, কলম, পেন্সিল ও মুছানিসহ বিভিন্ন খেলনা সামগ্রী বিতরণ করেন রুমা উপজেলার ৯৭পদাতিক ব্রিগেড।

উপহার প্রদানকালে সাবেক পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম এর সংঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯৭ পদাতিক ব্রিগেডিয়ার মেজর শাকিল নেওয়াজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম, বম সোশ্যাল কাউন্সিল সাবেক সভাপতি লালদুহ সাং বম, সিনিয়র সহ-সভাপতি লালসাংতন বম ও সহ-সভাপতি লাললিয়ান সম বমসহ পাড়ার গণমাণ্য ব্যক্তিবর্গ অনেকে প্রমূখ।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়দিন উৎসবের দিনে বিভিন্ন চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: