
স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।
বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই জিপ গাড়ি উল্টে রাজা মিয়া (২৩) নামে এক হেলপার নিহত ও একই ঘটনায় গাড়ির চালক আহত হয়েছে। আজ শুক্রবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টা দিকে রুমা উপজেলার চাইরাগ্র পাড়া হতে রুমা বাজার আসার পথে বেথেল পাড়ার উপরে এঘটনা ঘটে।
নিহত রাজা মিয়া (২৩) ২নং রুমা সদর ইউপির মুসলিম পাড়ার মৃ.মনু মিয়া ছেলে।
আহত গাড়ির চালক হলেন সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা নেজাম উদ্দিন এর ছেলে মোঃ এমরান (৩৭)।
স্থানীয়রা জানায়, মুননুয়াম পাড়া সড়কের চাইরাগ্র পাড়া হতে কাঠ বোঝাই করে রুমা বাজার দিকে যাওয়ার পথে বেথেল পাড়া এলাকায় পৌছালে গাছসহ গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে গাড়িতে থাকা হেলপার নিহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
রুমা উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, দূর্ঘটনায় একজন নিহত ও ১জন আহতের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।
