রুমায় কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে অবহিতকরণ

0
9

উপজেলা প্রতিনিধি।।রুমা।।

বান্দরবানের রুমা উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপম্যান্ট ইন সিএইটি, ইউ এন ডিপি সহযোগীতায় অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে উপজেলা পর্যায়ে অবহিতকরণ বিষয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানের জেন্ডার এন্ড ইনক্লুসিভ অফিসার ম্যাগডেলিন ত্রিপুরা সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি, ডিস্ট্রিক ম্যানেজার খুশিরায় ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) , উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

এছাড়াও ৩৫৬নং দাব্রোক্ষ্য মৌজার হেডম্যান পালিয়ান বম, প্রকল্প জেলা অফিসার সিংম্যাপ্রু মার্মা, মনিটরিং অফিসার মো. জিলহাজ উদ্দিন, উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর সাংপুই বম ও প্রকল্প অর্ন্তভূক্ত ১০টি স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুর রহমান বলেন, উপজেলা পর্যায়ে পিছিয়ে পরা জনগোষ্ঠির ১ম শ্রেণীর হতে ৮ম শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীরা সু-শিক্ষা ব্যবস্থা করতে পারলে উচ্চতর শিক্ষায় আলোকিত হবে বলে মন্তব্য করেন। প্রাথমিক বিদ্যালয়ের যেসব নিয়োগ প্রাপ্ত শিক্ষকদেরকে পরিপূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা ও স্কুলের সমস্যারগুলো উর্ধতম কর্মকর্তা সাথে আলোচনায় উপস্থাপন করা হবে।

এসময় সভাপতি খুশিরায় ত্রিপুরা বলেন, এই প্রকল্পের অর্ন্তভূক্ত স্কুলের আওতায় তৃণমূল পর্যায়ে কোমল মতি শিক্ষার্থীদের জন্য সোলার প্যানেলযুক্ত মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও মিড-টা-ডে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here