বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
Homeপার্বত্য রাজনীতিরুমায় এনসিপি দল গঠন ও আলোচনা সভা সম্পন্ন

রুমায় এনসিপি দল গঠন ও আলোচনা সভা সম্পন্ন

অনলাইন ডেক্স :

বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ অক্টোবর) বুধবার সকালে রুমা বাজারের মায়াকুঞ্জ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক মোঃ শহীদুর রহমান সোহেল। তিনি বলেন, “দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে এনসিপি সবসময় জনগণের পাশে থাকবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সমন্বয়ক তপন মারমা, জেলা যুগ্ম সমন্বয়কারী খালেদ মোশারফ হোসেন মাসুদ,জেলা যুগ্ন সমন্বয়কারী আসরাফুল ইসলাম,জেলা যুগ্নসমন্বয়কারী অংথুইখয় মারমা,জেলা সদস্য বিনয় জ্যোতি চাকমা,রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসিংনু মারমা,৪নং গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো,নেজাম উদ্দিন ও জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

সভায় বক্তারা বলেন,এনসিপি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। এ সময় রুমা উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

সভা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে ঐক্যের বার্তা তুলে ধরে অতিথিরা নতুন কমিটির সফলতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: