
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২১ জানুয়ারি দলীয়ভাবে কমিটি গঠন সম্পন্ন হওয়ার পর বান্দরবান জেলা কমিটির স্বাক্ষরের মাধ্যমে ৫২ সদস্যবিশিষ্ট রুমা উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে ২নং রুমা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা-কে উপজেলা আহ্বায়ক এবং নিয়ামচেন ম্রো-কে সদস্য সচিব,গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি মেনরত ম্রো সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মোট ৫২ জনকে অন্তর্ভুক্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রুমা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে রুমা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও দৃঢ় হবে।
