বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
Homeবান্দরবানরুমায় উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি লটারি সম্পন্ন, মেধাভিত্তিক পরীক্ষার দাবী এলাকাবাসী

রুমায় উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি লটারি সম্পন্ন, মেধাভিত্তিক পরীক্ষার দাবী এলাকাবাসী

ডেক্স রিপোর্ট:

বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ ৬ জানুয়ারি মঙ্গলবার সকালেই বিদ্যালয়ের হলরুমে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জেলা প্রকল্প পরিচালক আলুমং মারমা, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুরিমং মারমা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লটারি কার্যক্রম চলাকালে অতিথিবৃন্দ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অভিভাবকরাও লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।৩য় শ্রেনী-২০ জন,৬ষ্ঠ-১০,নবম -১৫ মোট-৪৫ জন কৃতকার্য হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা বলেন, উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি না নিয়ে যদি মেধাভিত্তিক লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হতো, তাহলে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার সুযোগ থাকত। লটারির মাধ্যমে ভর্তি গ্রহণের ফলে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়ায় মেধাভিত্তিক পদ্ধতি বিবেচনায় নেওয়া হয়।

উল্লেখ্য, পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রুমা উপজেলা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: