
উবাসিং মারমা।।রুমা।।
বান্দরবানে রুমা উপজেলার অসহায় শীতার্ত সকল ধর্মের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন আস্-সুন্নাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় রুমা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শায়দ আহমদুল্লাহ প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে আবু তলহা উপস্থিত থেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ৯০জন শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আস্-সুন্নাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস্ সুন্নাহ ফাউন্ডেশনের বান্দরবান থেকে প্রতিনিধি মাওলানা আরিফুল ইসলাম, ধর্মের গুরু অগ্রবংশ অনাথআলয়ের পরিচালক উ. নাইদিয়া থের, দিলিপ চক্রবর্তি, বাবু সাধন বড়ুয়া, বরেন ত্রিপুরা, ১নং ওয়ার্ড মেম্বার আবু বক্কর ছিদ্দিক ও গিয়াস উদ্দিন শাওনসহ আরো অনেকে প্রমূখ।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্যেও আস্-সুন্নাহ ফাউন্ডেশন দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।