রুমায় অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে মানববন্ধন

0
89

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলায় বাজার ফান্ডের ইজারাদারের বিরুদ্ধে নিয়মবহির্ভূত ও জোরপূর্বক টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর,সোমবার সকালে রুমা বাজারের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক শাকসবজি বিক্রেতা,কৃষক,ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন,বাজার ফান্ডের নির্ধারিত সীমানার বাইরে বেথেল পাড়া ঘাট, সদরঘাট,মুনলাই পাড়া,বতটলি পাড়া, খক্ষ্যংঝিড়ি ও মুরুং বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে যানবাহন আটকে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে। এমনকি রাস্তার পাশে বসে শাকসবজি বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ক্ষুদ্র বিক্রেতা জানান, “আমরা নিজেরা উৎপাদন করে এবং জঙ্গল থেকে সংগ্রহ করে শাকসবজি এনে এখানে বিক্রি করি। সরকার আমাদের নির্ধারিত কোনো জায়গা দেয়নি। দোকানপাটেও জায়গা না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় বসে বিক্রি করছি। অথচ এখানেও আমাদের জোরপূর্বক টোল দিতে বাধ্য করা হচ্ছে। নিরপত্তাহীন এই অবস্থায় আমাদের কাছ থেকে টাকা আদায় সত্যিই দুঃখজনক।”

বক্তারা আরও বলেন,প্রশাসনের নীরবতা ও উদাসীনতার সুযোগে একটি অসাধু চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

মানববন্ধনে মোঃ ইদ্রীস মিয়া, মোঃ জসিম উদ্দিন,মোঃ করিমসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। তারা জোর দাবি জানান, অবৈধভাবে টোল আদায়ে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এ ধরনের অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারাও টোল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেন এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here