উবাসিং মারমা।।রুমা।।
বান্দরবানে রুমা উপজেলার ২৮ বীরের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রুমা জোন কমান্ডার নেতৃত্বে বাজার ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি থেকে অগ্রবংশ অনাথালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গত শনিবার (৪ জানুয়ারি) সকালে বাজার ক্যাম্প গোলঘরে এসব প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক ভদন্ত নাইদিয়া থের, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুইপ্রুচিং মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে বাজার ক্যাম্প কমান্ডার বলেন, যারা অসহায় অনাথ শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পড়ালেখা করছে সে শিক্ষার্থীরা সেলাই মেশিন দিয়ে অবসর সময়ে কিছুটা হলেও শিখতে পারবে তাই পাঁচটি সেলাই মেশিন দিলাম।