
ডেক্স রিপোর্ট।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ছাইপোওয়া পাড়ার অংজয়া সুখা বৌদ্ধ বিহারে তিনটি দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত শনিবার (১০মে) সন্ধ্যায় ৬টা দিকে বিহারাধ্যক্ষ উ. ঞানাসারা মাতা ওয়ংহ্লাচিং মারমা যখন সীমাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান তখন দেখা মিলেছে দানবাক্সটি খোলা। তারপর বিহারাধ্যক্ষ ও পাড়ারবাসীরা মিলে দেখতে যান। এরপর ঘটনাটি সত্যতা নিশ্চিত করে রুমাবার্তার প্রতিনিধি জানান।
ঘটনাটি সূত্র ধরে আজ রোববার (১১ মে) বুদ্ধ্ পূর্নিমা দিনে বিহারাধ্যক্ষ উ.ঞানাসারা, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, সাবেক মেম্বার উচহ্লা ও পাড়ার বাসী উসাইমং মারমা সীমাঘর পরিদর্শনে গিয়ে সত্যতা নিশ্চিত করেন। এ সময় তারা বলেন দানবাক্সে আনুমানিক প্রায় ১লাখ টাকা ছুই ছুই থাকবে বলে ধারনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আগেও ঐরকম সীমাঘর দানবাক্স ভেঙে টাকা চুরি ঘটনা ঘটেছিল। চোরকে ধরার জন্য আমাদের কড়া নজরে রাখা উচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিহার কমিটির সভাপতি উচহ্লা মারমা বলেন, এ চুরির ঘটনা বিষয়টিকে পাড়ারবাসী মিলে বৈঠকের মাধ্যমে চুরির ব্যক্তিকে সনাক্ত করা দরকার।