মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeঅপরাধরুমাবার্তা’র প্রতিবেদনে পর বাস-টার্মিনাল থেকে কাঠ সরানোর নির্দেশ বন বিভাগের

রুমাবার্তা’র প্রতিবেদনে পর বাস-টার্মিনাল থেকে কাঠ সরানোর নির্দেশ বন বিভাগের

ডেক্স রিপোর্ট :

বান্দরবানের রুমা উপজেলা বাসস্টেশন এলাকায় সেগুন কাঠের স্টক পড়ে থাকার বিষয়ে ‘রুমাবার্তা’তে প্রকাশিত অনুসন্ধানমূলক সংবাদের প্রেক্ষিতে তৎপর হয়েছে বন বিভাগ।

বিষয়টি নজরে আসার পর পলি রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মি. অসীম জানান, “উক্ত এলাকায় স্টক করে রাখা সেগুন কাঠ আগামী সাপ্তাহিক (রবিবার) শুরুর আগেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন,“নির্ধারিত সময়সীমার মধ্যে কাঠগুলো না সরালে আমরা বাধ্য হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

তবে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলতে কী বোঝানো হচ্ছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য,রুমা বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে স্তক করে রাখা সেগুন কাঠ জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নানা নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করে। এ প্রসঙ্গে ‘রুমাবার্তা’ সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: