বার্তা রিপোর্ট।।
বান্দরবানের রুমা উপজেলা রিজিয়ন কমান্ডার আগমনের উপলক্ষে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগের বিভিন্ন সম্প্রদায়ের সাথেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ অক্টোবর সকালে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান এএফডব্লিউসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় সভা করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন পাহাড়ী দূর্গম এলাকা হলেও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকায় এটি বাংলাদশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা।সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন উপজেলার দূর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে। আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত এই এলাকার সাধারণ জনগণের যে কোন দূর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাশে রয়েছে।
মত বিনিময় সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ ক ম আরাফাত আমিন পিএসসি,লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উথোয়াইচিং মারমা, ওয়েলফেয়ার সাধারণ সম্পাদক সুইপ্রুচিং মারমা, অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা,সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, ৩৬৬ নং সেংগু মৌজা হেডম্যান উহ্লাচিং মারমা, মেজতরাং ত্রিপুরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রুমা কর্মরত মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভা শেষে ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার মোঃ মেহেদী হাসান এএফডব্লিউসি উপস্থিত থেকে কিছু নগদ অর্থ প্রদান করেন মারমা ওয়েলফেয়ার, ত্রিপুরা কল্যান, অংগ্রবংশ অনাথ আশ্রম ও মাদ্রাসা।