
সাইফুল ইসলাম।।রামগড়।।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সহ সভাপতি মহিন উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ,প্রমুখ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।