।।সাইফুল ইসলাম, রামগড়।।
খাগড়াছড়ির রামগড় পৌর শহরের ৪টি ফল দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ নবেম্বর)সকালে রামগড় বাজার পুলিশবক্স সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আরো পড়ুন– তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার( ভূমি)- নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিন বলেন, আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ফল দোকান বসে বিক্রি করার অপরাধে ও কৃষি বিপণন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় ৪টি (ফল দোকান)প্রতিষ্ঠানকে সর্তক করে ৪হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, জনসাধারণের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালীন রামগড় বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রশাসনিক টিম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।