শনিবার, নভেম্বর ১, ২০২৫
Homeখাগড়াছড়িরামগড়ে জাতীয় সমবায় দিবস পালিত

রামগড়ে জাতীয় সমবায় দিবস পালিত

সাইফুল ইসলাম, রামগড়:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে জাতীয় সমবায় দিবস-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহ, সমবায় সংগঠক মো. মোশাররফ হোসেন, রামগড় উপজেলা মিনি বাস ও ট্রাক সমিতির সভাপতি মো. সুজায়েত আলী, রামগড় উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মাওলানা মো. হারুন রশীদ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফয়জুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: