রামগড়ে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত

0
160

সাইফুল ইসলাম।।রামগড়।।

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অফিস এর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১২ আগস্ট) মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় একটি র‍্যালি বের করা হয়েছে।র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতি)মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভাতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা জামায়েত ইসলাম এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ,সহ সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভা শেষে অতিথি বৃন্দ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের ৬ জন প্রশিক্ষিত যুবক,কে কর্মসংস্থান গড়ার লক্ষ্যে এক লক্ষ টাকার ঋণের চেক এবং ৫ জনকে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here