শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeখাগড়াছড়িরামগড়ে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র কৃষকদের মাঝে সার–বীজ বিতরণ

রামগড়ে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র কৃষকদের মাঝে সার–বীজ বিতরণ

সাইফুল ইসলাম, রামগড়:

কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, বোরো উদশী, বোরো হাইব্রিড ও অড়হর আবাদ সম্প্রসারণে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রামগড় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শরিফ উদ্দিন, মোঃ মোস্তফা হোসেনসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধিমূলক কার্যকর পরামর্শ প্রদান করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া বলেন, “রামগড় উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করেছি। ধাপে ধাপে সকল তালিকাভুক্ত কৃষকের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।”

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: