রাজস্থলীতে মুচলেকা দিয়ে রক্ষা পেলেন ভূয়া চক্ষু চিকিৎসক

0
1

উপজেলা প্রতিনিধি।। রাজস্থলী ॥

রাঙ্গামাটি রাজস্থলীতে এমবিবিএস চিকিৎসকের ভুয়া সিল ব্যবহার করে ও ভুয়া পরিচয় দিয়ে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ওবাইদুর রহমান অপু ও আই ক্যাম্প অর্গানাইজার ও ওটি এসিস্টেন্ট হাবিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাময়িক আটক করা হয়।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের নির্বাহী অফিসারের কার্যলয়ে নিয়ে আসেন।

ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, আমরা খবর পাই যে চট্টগ্রাম থেকে টিট্রমেন্ট আই এন্ট ফ্যাকো সেন্টার নামে একটি প্রতিষ্ঠান প্রশাসনকে না জানিয়ে ফ্রি আই ক্যাম্প করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছে। সেখানে গিয়ে দেখতে পাই একজন মেডিকেল অফিসার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তিনি নিজের নাম-পরিচয় গোপন রেখে একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নামের সিলও ব্যবহার করেন। কিন্তু চিকিৎসা পত্রে কোন সই স্বাক্ষর করেন না।

চক্ষু চিকিৎসার বিষয়ে তার ডিগ্রি না থাকার পরও নিজেকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প বসিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট-২০১০ এর বিভিন্ন ধারায় তাদেরকে সাময়িক আটক রাখা হয়। পরে উভয়ে এই ধরনের অনৈতিক কাজ ভবিষতে আর করবে না বলে উপজেলা প্রশাসনক মুচলেকা দিয়ে রক্ষা পান।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও রাজস্থলী থানার পুলিশের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here