রাজস্থলীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান 

0
50

উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।।

পার্বত্য জেলা রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে,সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় তিনি জেলা পরিষদের বরাদ্ধ কৃত নির্মাণ, ও বাস্তবায়ত কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এছাড়াও বিমাছড়া, কুইক্যাছড়ি ও বালু মুড়া এলাকার জনসাধারনের বিশ্রামের জন্য যাত্রী ছাউনির উপজেলা সদরে জেলা পরিষদের বিশ্রামাগার, ছাইংখং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন নিরাপদ পানি সরবরাহের জন্য সোলার প্যানেল সিস্টাম উদ্বোধন করেন চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। উদ্বোধনের আগে চেয়ারম্যান শফিপুর জুনিয়র মাদ্রাসা ও গাইন্দ্যা অনাথ আশ্রমের শিশু দের মাঝে খাদ্য শষ্য বিতরণ করেন।

এসময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় কাজ করছে সরকার। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, তাই রাজস্থলী বাসীর চিন্তার কিছুই অবকাশ নেই, রাজস্থলীতে সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও হবে। সম্প্রীতি অটুট রেখে তা আগামীতেও এই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান চেয়ারম্যান।।

এর আগে জেলা পরিষদে চেয়ারম্যান  ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ নিহত শিক্ষার্থী উক্যছাই মারমা এর পরিবারের সাথে স্বাক্ষাৎ করেন এবং শোকাহত পরিবারের গভীর বেদনা জানান, নিহত উক্যছাই মারমা সমাধী স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জেলা পরিষদ আপনার পরিবারের মাঝে আজীবন থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান,রাজস্থলী থানা অফিসার ইনর্চাজ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী, সাবেক দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান মো,সোলেমান,বিএনপির সহ সভাপতি চাথোয়াই মারমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, বিএনপির সহ সভাপতি ছগির আহম্মদ,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব, সিরাজুর ইসলাম,কৃষক দলের সভাপতি বিষু সাহা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাচিং মং মারমা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here