উচ্চপ্রু মারমা রাজস্থলী।।
রাজস্থলীতে ২ নং গাইন্দ্যা ইউনিয়নে তাইতং পাড়া ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাইতং পাড়া মাঠ প্রাঙ্গনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ বেঙ্গলের রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর আবদুলাহ আল মাহিন ।এছাড়াও গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ সাম্রূচাই মারমা জানান, আমার বয়স প্রায় ৮০ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ১ হতে দেড় হাজার।’
এ বিষয়ে অতিথিরা জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কুইক্যাছড়ি নিউ ষ্টার এফসি দল ১-০ গোলে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আড়াছড়ি হেডম্যান পাড়া এফসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে মানিপ্রাইজ ও ট্রফি এবং,পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে মানিপ্রাইস ও ট্রফি পুরস্কার প্রদান করা হয়েছে।