
রাজস্থলী প্রতিনিধি।। রাঙ্গামাটি।।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ।
লাইসেন্স না থাকা, ভুয়া টেকনলজিস থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯, ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা।
নির্বাহী অফিসার বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং কোন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।