রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান’র সাথে বাতকস’র সৌজন্য সাক্ষাৎ

0
1

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার এর সাথে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা, (বাতকস্) সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চেয়ারম্যানের নিজ কার্য়ালয়ে উপস্থিত হয়ে জেলা পরিষদ চেয়ার‌ম্যান কাজল তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা এবং সাগরিকা রোয়াজা।

চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকালে বাতকস্ এর কোষাধ্যক্ষ বিশ্বজিত তঞ্চঙ্গ্যা জানান। জেলা পরিষদ সকল সম্প্রদায় উন্নয়ন নিয়ে কাজ করে। তঞ্চঙ্গ্যা জাতির উন্নয়ন নিয়ে কাজ করছে বাতকস।ভবিষ্যতে জেলা পরিষদ তঞ্চঙ্গ্যা জাতি নিয়ে কাজ করলে বাতকস্ এবং অঞ্চল কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করা। তিনি আরও বলেন, বর্তমানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় রাজস্থালী ও কাপ্তাই উপজেলায় ছাত্র বাসের আসবাবপত্র, ফার্ণিচার ও ভবন নির্মাণের প্রয়োজনীয় কথা তুলে ধরেন। এবং চেয়ারম্যান পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি অজিত তঞ্চঙ্গ্যা,শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা, মহাসচিব ( ভা:) উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা,সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউটের নৃত্য শিক্ষক সুফলা তঞ্চঙ্গ্যাসহ বাতকসের অন্যান্য সদস্য এবং প্রায় ১২ অঞ্চল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here