রাঙ্গামাটিতে দুদকের জালে সাবেক সাংসদ সদস্য ১০ আ.লীগ নেতা

0
40

।।রাঙামাটি প্রতিনিধি।।

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারসহ দেশের বিভিন্ন জেলার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

এই সাবেক এমপির ও অন্যাদের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে।

এছাড়াও তালিকায় রয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, অংসইপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here