যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জেলা ও উপজেলা অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
18

রামগড় প্রতিনিধি।। অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড়ে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর নেতৃত্বে ভাষা শহিদদের সম্মানে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

এরপর উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, উপজেলা ও পৌর বিএনপি, রামগড় থানা, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে শহীদ মিনার এ ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

থানচি প্রতিনিধি।।যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের বান্দরবানের থানচিতে  শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শহীদের শ্রদ্ধা নিবেদন ও ১ মিনিট নিরাবতা পালন করেন।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানচি থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপজেলার প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে শুক্রবার সকালে সরকারি- বেসরকারি ও স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা অর্ধ-নমিত উত্তোলন করা হয় এবং বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বিলাইছড়ি প্রতিনিধি।। বিলাইছড়িতে যথাযথ মর্যাদায় অমর একুশ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে মধ্যরাত ১২ টা ১ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিলাইছড়ি থানা, বিলাইছড়ি কলেজ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দল ও অঙ্গ সংগঠনের নেতা – নেতৃবৃন্দ। এবং সূর্যদয়ের সঙ্গে সঙ্গে একইভাবে পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির, উপজেলা মেডিকেল অফিসার ডা: মো: নুরু উদ্দিন,১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। একদিন আগে উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা নেতৃত্বে শিল্প কলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রুমা প্রতিনিধি।। বান্দরবানে রুমা উপজেলায় যথাযথ মর্যাদায় অমর একুশ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মধ্যরাত ১২ টা ১ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রুমা থানা, বিএনপি নেতা ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ, সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, অগ্রবংশ অনাথআলয় শিক্ষার্থীবৃন্দ। এরপর সূর্যদয়ের সঙ্গে সঙ্গে একইভাবে পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় ইউএনও মো. আদনান চৌধুরী সভাপতিত্বে চার ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজস্থলী প্রতিনিধি।। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায়, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে সালাম,বরকত,রফিক আরও অনেকে জীবন উৎসর্গ করেছিল, তাদের আত্মত্যাগে এদেশের মানুষ পেয়েছিল মাতৃভাষার অধিকার।বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক ও শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

আজ ২১শে ফেব্রুয়ারী ২০২৫ প্রথম প্রহরে রাজস্থলী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই শত শত মানুষ রাজস্থলী কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজস্থলী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা প্রসাশন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি বৃন্দএবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,রাজস্থলী প্রেসক্লাব।

আলীকদম প্রতিনিধি।। বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠন দীর্ঘ ২২ বছরপর ঐক্যবদ্ধ হয়ে একসাথে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার (২১ ফ্রেরুয়ারী) প্রথম প্রহরে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে।

বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাচিং প্রু জেরি সদস্য সচিব জাবেদ রেজা’র নির্দেশে আলীকদম উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ দীর্ঘ ২২ বছর পর ঐক্যবদ্ধ হয়ে একসাথে শহীদ মিনারে উপস্হিত হন সকলে।এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ,সিঃ যুগ্ম আহ্বায়ক মো: জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ,যুগ্ম আহ্বায়ক মনছুর আলম,যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here