নিজস্ব সংবাদ দাতা।।থানচি।।
বান্দরবানে থানচি উপজেলা ৫ দিন ব্যাপী মৌমাছি পালনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ জানুয়ারী থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সমাপনি অনুষ্ঠানের প্রশিক্ষণার্থীদের মৌমাছি সংগ্রহ স্থাপনের প্রয়োজনীয় উপকরণ হাতে তুলে দেয়া হয়। গত ৮ জানুয়ারী শুরু হয় এ প্রশিক্ষণটি। অনুষ্ঠানের পার্বত্য চট্টগ্রামের মৌমাছি চাষ,সংরক্ষণ,বিক্রয় বিপন্ন,বাজার জাতে দক্ষতা ও জাতীয় পর্যায়ের পুরুস্কার প্রাপ্ত ডক্টর আলী আহম্মদ,প্রশিক্ষককের সহযোগী ইন্দ্রীজয় ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (PRLC) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)’র প্রকল্পটি বাস্তবায়ন করেন।
সমাপনি অনুষ্ঠানের বিএনকেএস এর মাঠ কর্মকর্তা হ্লাগ্য মারমা সঞ্চালনায়, থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, প্রশিক্ষক আলী আহম্মদ,ইন্দ্রীয়জয় ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষনের উপজেলার ৪ টি ইউনিয়ন হতে ২৫জন নর-নারী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।