মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে থানচির এক যাত্রী আহত

0
16

উপজেলা প্রতিনিধি।।থানচি।।

বান্দরবানের থানচি সড়কের মাহেন্দ্র ( থ্রি_হুলার) গাড়ি থেকে ছিটকে পড়ে এক যাত্রী গুরুত্বরো আহত হয়েছে।

মঙ্গলবার ০৭ জানুয়ারী সন্ধ্যা ৬টা থানচি বান্দরবান সড়কে কমলা বাগান নামক স্থানের এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি কমলা বাগান পাড়া নিবাসী মংহ্লা থোয়াই মারমা (৩০) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তব্যরত চিকিৎসক ডা: মেহেনাজ ফাতেমা তুলি জানান, অত্র কমপ্লেক্স’র চিকিৎসক সংকট দির্ঘ দিনে চিকিৎসক ও সরঞ্জাম স্বল্পলতা পর্যাপ্ত পরিমানের রক্তক্ষরণ হওয়া এবং গভীর পরিক্ষা নিরিক্ষা করে চিকিৎসা নেয়ার জন্য আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসা প্রদানের বান্দরবান জেলা সদর হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here