
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
বরাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৩ জুলাই রবিবার ২৭ বিজিবি মারিশ্যা জোন সদর দপ্তরে কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিজিবির কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি। আরো উপস্থিত ছিলো লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
অন্যান্য আগত আমন্ত্রিত বাঘাইছড়ি ব্যাটালিয়ন ৫৪ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী, মেজর নোমাল আল ফারুক সহ অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন বিজিবি ২০০ বছরের ইতিহাসে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৭ বছরের অংশীদার। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।