রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Homeঅন্যান্যমারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইং উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালী 

মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইং উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালী 

মিল্টন চাকমা(কলিন)।।মহালছড়ি।।

মাহা সাংগ্রাইং উপলক্ষে খাগড়াছড়ি মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি উদযাপন ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার শত শত নারী পুরুষ ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে এই বণার্ঢ্য র‍্যালীতে অংশগ্রহণ করে।

১৩ এপ্রিল রোববার বিকাল ২ টায় র‍্যালীটি মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক) এর প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মংসুইহ্লা মারমার সঞ্চালনায় সভাপতি মংনু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মারমা ঐক্য পরিষদ এর উপদেষ্টা ও সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মংচোপ্রু চৌধুরী ও মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলার শাখার সভাপতি থৈঅং মারমাসহ উপজেলা বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:  পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের মধ্য থেকে  অন্যান্য সম্প্রদায়ের মতো পুরাতন বাংলা বছরের বিদায় ও বাংলা নববর্ষকে বরণ করে নেওয়াকে মারমা সম্প্রদায়েরা ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব হিসেবে পালন করে থাকেন। উৎসবের দিনগুলোতে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: