
অংগ্য মারমা।।মানিকছড়ি।।
জুলাই -আগষ্ট গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র- জনতার “বিজয় র্যালি” মানিকছড়ি উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতা কর্মী ও সমর্থনদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে ঢাক ঢোল পিটিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে উপজেলার পরিষদ ও মহামুনি বাজারসহ গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন প্রমূখ।
ফ্যাসিবাদী শেখ হাসিনা দল আওয়ামী লীগ বিরুদ্ধে চব্বিশের ছাত্রজনতার ঐতিহাসিক সংগ্রামকে ‘৫ইআগস্ট গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র- জনতার “বিজয় র্যালি” বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম প্রধান গৌরবময় অধ্যায় গনঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তির ছাত্র- জনতার “বিজয় র্যালি”। ফ্যাসিবাদের সবচেয়ে বড় দানব শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছি। তার বন্দুক থামিয়ে দিয়েছি ছাত্র-জনতা। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় দেড়যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ইং ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামীলীগ। ফলে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা পতন হয়।
বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন , উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ আবুল কাশেম মাষ্টার, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মোঃ মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা মৎস্যজীবি দলে সভাপতি মোঃ আলী, মানিকছড়ি সদর ইউনিয়নে ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা মহিলা দলে সভানেত্রী সালমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা কাঞ্চনমালা, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদিকা নুর নাহার, সালমা বেগম, মানিকছড়ি সদর ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলাম, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, মোঃ ইসমাইল হোসেন, সদর ইউনিয়নে কৃষকদলে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক মাঝি, সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ উপজেলা সেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতিদল, শ্রমিকদলসহ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।