মানিকছড়িতে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0
10

অংগ্য মারমা।।মানিকছড়ি।।

সারা দেশের আওয়ামী লীগ সন্ত্রাসীদের, নৈরাজ্য সৃষ্টি এবং ইসরাইল পণ্য বর্জন নামের দোকানে মালামাল লুটপাত এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র ও বিভিন্ন ফেসবুক ফেইক আইডি থেকে বিএনপি’র বিরুদ্ধে আওয়ামীলীগের বাহিনীরা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

বুধবার (৯ এপ্রিল ) বিকেল ৫ টায় দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার এলাকায় হয়ে মহামুনি গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যানসহ উপজেলা যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, সহ-সভাপতি আব্দুল আওয়াল, সহ-সভাপতি ডাঃ আলমাছ, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন, যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, মানিকছড়ি সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য সচিব মোঃ ইব্রাহীম খলিল, তিনট্যহরী ইউনিয়নে আহ্বায়ক কমিটি সদস্য সচিব নুরু ইসলামসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তৃতারা বলেন, আগামী ২৪ ঘন্টার ভিতরে মামলার এজাহারভুক্ত আওয়ামী লীগ দোসর সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচী দেয়া হবে হুঁশিয়ারি দেন। আরোও বলেন, এজাহারভুক্ত আসামীরা এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা করলেও তাদেরকে আটক করছে না পুলিশ। আওয়ামীলীগের দোসররা এলাকায় লুঁকিয়ে থেকে নৈরাজ সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং বিএনপির বিরুদ্ধে স্যোশাল মিডিয়া নানা অপপ্রচার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here