মানিকছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

0
174

অংগ্য মারমা।।মানিকছড়ি।।

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ এই মূলসুর নিয়ে মানিকছড়িতে র‍্যালি, শপথবাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

যুব দিবসে ১২ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তার মাঝে সনদপত্র ও ১০ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও উদ্যোক্তাদের অংশগ্রহণে শপথবাক্য পাঠ শেষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, উপজেলা প্রকৌশলী মহব্বত আলী, কৃষি কর্মকর্তা জহির রায়হান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ক্রীড়া সংগঠন একতা ক্লাবের সভাপতি জাকির হোসেন শান্ত, যুব স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মো. জাকির হোসেন ও প্রশিক্ষিত সফল উদ্যোক্তা আব্দুল হামিদ এবং রাবেয়া আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here