মাইন বিষ্ফোরণে আহত মিয়ানমারর নাগরিককে আনা হল বাংলাদেশে

0
53

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় স্থলমাইন বিষ্ফোরণে আহত রকি আলম (২৮) নামে এক যুবককে চিকিৎসা দিতে বাংলাদেশে আনা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি তমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়।

আহত রকি আলম (২৮) মিয়ানমারের মেদাই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় স্থলমাইন বিষ্ফোরণের কবলে পড়ে
রকি আলম (২৮) নামে এক মিয়ানমারের নাগরিক গুরুত্বর আহত হন।পরে খবর শুনে এপারে (বাংলাদেশে) বসবাসকারী রকির স্বজনরা ৩৪-৩৫ সীমান্ত পিলার পেরিয়ে দ্রুত বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে নিয়ে আসেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বিস্ফোরণে আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিষ্পোরণে আহত এক রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করানো হয়েছে বলে শুনেছি।তবে তিনি বাংলাদেশী বা রোহিঙ্গা ক্যম্পের বাসিন্দা না হওয়ায় বিস্তারিত বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here