
মিল্টন (কলিন) চাকমা, খাগড়াছড়ি:
উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে খাগড়াছড়ির মহালছড়ি-মুবাছড়ি ইউনিয়নের যোগাযোগের একমাত্র সড়কটি। হাঁটু সমান পানি উঠেছে এই রাস্তাটিতে।
সরজমিনে গিয়ে দেখা যায় মহালছড়ি উপজেলার সাথে সিঙ্গিনালা (মুবাছড়ি ইউনিয়ন ) যোগাযোগের একমাত্র সড়কটিতে হাঁটু সমান পানি উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে মুবাছড়ি ইউনিয়নের জনসাধারণ। কয়েকদিন যাবত তীব্র তাপ-প্রবাহের মাঝে হঠাৎ বন্যা বেকায়দায় ফেলেছে স্থানীয়দের।
যোগাযোগের একমাত্র রাস্তাটি ডুবে যাওয়াতে ভোগান্তিতে পড়েছে মুবাছড়ি ইউনিয়নের জনসাধারণ, স্কুল-কলেজ এ পড়ুয়াগামী ছাত্র -ছাত্রী, শিক্ষকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীরা।
সিংগিনালা গ্রামের স্হানীয় বাসিন্দা স্থানীয় সাংবাদিক মিল্টন চাকমা জানান, গত কয়েক দিন যাবত তীব্র তাপদাহে জনজীবন অতীষ্ঠ হয়ে উঠেছে, তার মধ্যে হঠাৎ বন্যা মুবাছড়ি ইউনিয়নবাসীকে আরো বেশি বেকায়দায় ফেলেছে, একমাত্র রাস্তাটি ডুবে যাওয়াতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আরেকজন বাসীন্দা মহালছড়ি এপিবিএন স্কুলের শিক্ষক থুইসাপ্রু মারমা বলেন, কয়েকদিন আগেও বন্যায় ডুবে গেছিলো এই সড়কটি। তখন কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি ও প্রবল বৃষ্টিপাত হওয়াতে ডুবে গেছিলো সড়কটি, কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত ছাড়া হঠাৎ ডুবে যেতে থাকে মহালছড়ি সদরের সাথে যোগাযোগ একমাত্র সড়কটি। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল পড়ুয়া সহ, ব্যবসায়ী ও চাকরিজীবিরা।