মহালছড়ির মনাটেক গ্রামে এক বয়স্ক ব্যক্তি নিখোঁজ 

0
82

মিল্টন চাকমা (কলিন)।।মহালছড়ি।।

খাগড়াছড়ি জেলার মহালছড়ির  মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের এক বয়স্ক ব্যাক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীরা ধারণা করতেছেন তিনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ থাকতে পারেন।

নিখোঁজ ব্যাক্তি  বিন্দু চাকমা(৬০) মনাটেক গ্রামের  মৃত গোপাল চন্দ্র চাকমা’র ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যাক্তি প্রতিদিন তার শ্যালিকার মেয়েকে করল্যাছড়ি গ্রাম থেকে  মনাটেক গ্রামের গাইন্দ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকাযোগে আনা-নেওয়া করতো।

প্রতিদিনকার মত বিন্দু চাকমা গতকাল (সোমবার) বিকাল ৪ টার দিকে স্কুল ছুটির পর তার শ্যালিকার মেয়েকে নৌকাযোগে মনাটেক গ্রাম থেকে করল্যাছড়িতে পৌঁছে দিয়ে আসলেও বিন্দু চাকমা আর বাড়িতে ফেরেননি।

রাত হয়ে যাওয়ার পরও যেহেতু বিন্দু চাকমা বাড়িতে ফেরেননি তখন তার বাড়ির লোকেরা মনে করেছিলো তিনি হইতো তার কোন আত্মীয়ের বাড়িতে গেছেন, এই জন্য কেউ আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি। কিন্তু পরের দিন মানে আজ সকালে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে জানা যায় তিনি কোন আত্মীয় স্বজনের বাড়িতে যাননি।

সকালে বিন্দু চাকমা যে নৌকাটি দিয়ে মেয়েকে আনা নেওয়া করতো সে নৌকাটি মনাটেক গ্রামের বিলের মধ্যে ভাসতে দেখা যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত বিন্দু চাকমাকে খোঁজ পাওয়া যায়নি। এলাকাবাসীরা ধারণা করতেছেন বিন্দু চাকমা হইতো পানিতে ডুবে নিখোঁজ থাকতে পারেন।

এই বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে বলেন, তিনি ছুটিতে আছেন, এই বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here