সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeআবাহাওয়ামহালছড়ির নতুন পাড়াবাসীর একমাত্র পথ বেহাল দশা

মহালছড়ির নতুন পাড়াবাসীর একমাত্র পথ বেহাল দশা

মিল্টন চাকমা(কলিন)।।মহালছড়ি।।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাবুপাড়া সংলগ্ন নতুন পাড়া বাসীর দুঃখ একটি রাস্তা। এই গ্রামে প্রায় ৪০/ ৪৫ টি পরিবারের বসবাস। প্রতিদিন শত-শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই গ্রামের প্রায় সবাই কৃষি কাজের সাথে জড়িত, যার ফলে কৃষি পণ্য বিক্রি সহ বিভিন্ন প্রয়োজনে পণ্য বহন করে বাজারে যেতে হয় তাদের।

চলাচলের এই একটি মাত্র রাস্তা হওয়ায় দুঃখের সীমা নেই উক্ত এলাকাবাসীর। বর্ষাকালে এই রাস্তাটি আরো বেশি ভয়ংকর হয়ে উঠে। এছাড়া কাপ্তাই লেইকের পানি বৃদ্ধি পেলে ২/৩ মাস পানির নিচে ডুবে থাকে রাস্তাটি, তখন তাদের একমাত্র উপায় থাকে তাদের উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে রাস্তাটি সচল রাখা।বিগত সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা-লেখি সহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে ধরনা দিয়েও কোন লাভ হয়নি এলাকাবাসীর । শুধু মাত্র একটি কালভার্ট আদায় করতে পেরেছিলো তারা, সেটিও কোন কাজে আসেনি।

সম্প্রতি কাবিখা(কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প থেকে
এই রাস্তাটিতে মাটি ভরাট করে উঁচু করা হয়। কিন্ত গত কয়েকদিন যাবত মুষলধারে বৃষ্টি হওয়াতে আরো বেশি বেকায়দায় পড়েছে এই এলাকার বাসীন্দারা। রাস্তাটি কাঁদা, ভিজা ও স্যাতঁসেতে হয়ে যাওয়াতে অসুবিদায় পড়েছে স্কুল-কলেজগামী ছাত্র/ছাত্রী ও বয়স্করা। এই রাস্তা দিয়ে আসা যাওয়া, বিভিন্ন মালামাল আনা নেওয়া করা সহ বিভিন্ন কারনে দুঃখের সীমা নেই গ্রাম বাসীদের।

এই অসীম দুঃখ হতে পরিত্রাণ পাওয়ার জন্য কয়েকদিন আগে এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে বস্তায় মাটি ভরিয়ে রাস্তার উপর দিয়ে কোন রকম চলাচলের উপযোগী করে তুলেছে তারা, তবে এটি স্থানী কোন সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা কামনা করেছেন এলাকাবাসীরা।

এই বিষয়ে উক্ত এলাকার বাসিন্দা মংসিনু মারমা বলেন, সম্প্রতি কাবিখা প্রকল্প থেকে রাস্তাটি ভরাট করে দেওয়া হয়েছে। কিন্তু এই কয়েকদিন বেশি বৃষ্টি হওয়াতে রাস্তটি কাঁদা, ভিজা ও স্যাতঁসেতে হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়াতে আমরা এলাকাবাসীরা সবাই মিলে বস্তায় মাটি ভরিয়ে রাস্তার উপর দিয়ে কোন রকম চলাচলের উপযোগী করে তুলেছি। কিন্তু কয়েক দিন পরে কাপ্তাই লেইকের পানি বৃদ্ধি পেলে রাস্তাটি আবার পানির নিছে তলিয়ে যাবে, তখন সমস্যা আরো বেড়ে যাবে। এই জন্য তিনি জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

উক্ত এলাকার জনপ্রতিনিধি ৯ নং ওয়ার্ডের সদর ইউপি সদস্য দোয়ংপ্রু মারমা বলেন, সম্প্রতি কাবিখা প্রকল্প থেকে রাস্তাটি ভরাট করে দেওয়া হয়েছে। এই রাস্তাটির জন্য যাহাতে আরো প্রকল্প নিয়ে আসা যায় সে চেষ্টা তিনি করবেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: