
মিল্টন চাকমা(কলিন)।।মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়িতে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক নদীভাঙনের ফলে ভয়াবহ হুমকির মুখে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মহালছড়ি সদরের বাবুপাড়া গ্রামের গাঙকুল শ্মশানে যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা। নদীর তীরবর্তী অংশে মাটি ধসে সড়কের বড় একটি অংশ বিলীন হয়ে গেছে।
ভাঙনের ফলে জনসাধারণ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় শ্রমজীবীদের চলাচলে দুর্ভোগ নেমে এসেছে। এছাড়াও উক্ত গ্রামের বাবুপাড়া গাঙকুল শ্মশানে (কেউ মারা গেলে শেষকৃত্য অনুষ্ঠান করার যায়গা) যাওয়ার একমাত্র সড়ক এটি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙনের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
উক্ত এলাকার বাসিন্দা রিপন চাকমা বলেন, “এখান দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করে। রাস্তাটা একেবারে ধসে যাচ্ছে। দ্রুত কিছু না করলে পুরো রাস্তাটাই হারিয়ে যাবে।” স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন তিনি।
আরো একজন বাসিন্দা ত্রিপন চাকমা বলেন, শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় শ্রমজীবীদের চলাচলের একমাত্র রাস্তা এটি। এছাড়াও স্থানীয় শ্মশান ঘাটে যাওয়ার একমাত্র রাস্তাও এটি। নদীভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে সড়কটি। তিনিও রাস্তাটি দ্রুত সংষ্কার করে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করার আহবান জানান।
এই বিষয়ে স্থানীয় কোন জনপ্রতিনিধির আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সড়কটি ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক।